বায়ার্নের প্রেসিডেন্ট হবেন মুলার!


admin প্রকাশের সময় : নভেম্বর ১০, ২০২৫, ২:০৮ অপরাহ্ন /
বায়ার্নের প্রেসিডেন্ট হবেন মুলার!



<![CDATA[

দীর্ঘ ২৫ বছর বায়ার্ন মিউনিখে কাটিয়ে চলতি বছর আগস্টে মেজর লিগ সকারের ক্লাব (এমএলএস) ভ্যাঙ্কুভার হোয়াইটক্যাপসে যোগ দিয়েছেন থমাস মুলার। শৈশবে বায়ার্নের একাডেমিতে যোগ দেয়ার পর ক্যারিয়ারের প্রায় পুরোটাই ব্যাভেরিয়ান জায়ান্টদের হয়েই খেলেছেন এই জার্মান কিংবদন্তি। ক্লাবটিকে দিয়েছেন দুই হাত ভরে। খেলোয়াড়ি জীবনের ইতি টেনে মুলার ফের বায়ার্নে ফিরবেন এমনটাই চাওয়া ক্লাবটির ভক্ত-সমর্থকদের, যে তালিকায় আছন খোদ ক্লাবের প্রেসিডেন্ট হারবার্ট হাইনার।

বায়ার্ন মিউনিখের প্রেসিডেন্ট হারবার্ট হাইনার ক্লাব কিংবদন্তি থমাস মুলারকে তার এমএলএস ক্যারিয়ার শেষে সম্ভাব্যভাবে প্রেসিডেন্ট হিসেবে নিজের উত্তরসূরি হিসেবে দেখতে আগ্রহ প্রকাশ করেছেন। হাইনার জানান, তিনি নিজেই মুলারকে যুক্তরাষ্ট্রে খেলার পরামর্শ দিয়েছিলেন অভিজ্ঞতা অর্জনের জন্য, জোর দিয়ে বলেছেন, ‘অ্যালিয়াঞ্জ অ্যারেনায় তার জন্য সবসময় দরজা খোলা রয়েছে।’

বায়ার্ন প্রেসিডেন্ট হাইনার জানিয়েছেন, তিনি মুলারকে এমএলএসে যাওয়ার পরামর্শ দেন যেন ভবিষ্যতে বায়ার্নে নেতৃত্বের কোনো ভূমিকায় ফিরতে পারেন। জার্মান দৈনিক আবেন্ডজাইটুংকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘বিদায় নিশ্চিত হওয়ার পর থমাস মুলার আমার অফিসে এসেছিল। আমি তাকে ব্যক্তিগতভাবে বলেছিলাম, যদি ভবিষ্যতে খেলাধুলায় কোনো কাজ করতে চাও, তাহলে এমএলএসে যাও।’

আরও পড়ুন:  হঠাৎ বার্সার মাঠে ফিরে যে বার্তা দিলেন মেসি

এই পরামর্শ আসলে মুলারের পরবর্তী জীবনের জন্য একটি কৌশলগত দৃষ্টিভঙ্গি, যাতে তিনি আন্তর্জাতিক অভিজ্ঞতা অর্জনের পর আবার বায়ার্নে ফিরতে পারেন। হাইনার আরও স্পষ্ট করে বলেন, ‘সে আমাদের জন্য প্রশাসনিকভাবে কাজ করতে পারে, আমাদের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হতে পারে, এমনকি একদিন আমার উত্তরসূরিও (ক্লাবের ভবিষ্যৎ প্রেসিডেন্ট) হতে পারে।’

এটি প্রমাণ করে বায়ার্ন এখনো তাদের কিংবদন্তি খেলোয়াড়ের প্রতি কতটা আস্থা রাখে।

 

বায়ার্ন সভাপতি হারবার্ট মুলারের সঙ্গে ক্লাবটির কিংবদন্তি থমাস মুলার। ছবি: বায়ার্ন মিউনিখ

এর আগে বায়ার্নের তত্ত্বাবধায়ক বোর্ডের সদস্য কার্ল-হেইঞ্জ রুমেনিগেও মুলারের উত্তর আমেরিকায় যাওয়ার পদক্ষেপকে সমর্থন করেছিলেন এবং সাবেক খেলোয়াড়দের ক্লাব নেতৃত্বে দেখতে চাওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন।

গত আগস্টে মুলার ফ্রি ট্রান্সফারে ভ্যাঙ্কুভার হোয়াইটক্যাপসে যোগ দেন। এমএলএসে চোখ ধাঁধানো পারফরম্যান্সে এরইমধ্যে তৈরি করেছেন ‘মুলার উন্মাদনা’। লিগে নয় ম্যাচে ৮ গোল ও তিনটি অ্যাসিস্ট করেছেন। সব প্রতিযোগিতা মিলিয়ে ভ্যাঙ্কুভারের হয়ে ১৩ ম্যাচে ৯ গোল ও ৪ অ্যাসিস্ট করেছেন।

আরও পড়ুন: ঢাকায় এসে পৌঁছেছেন হামজা

তবে, মুলার নিজে বেশ বিনয়ী। বায়ারিশার রুন্ডফুংককে তিনি বলেন, ‘আমি এখানে ভ্যাঙ্কুভারের সুপারস্টার হতে আসিনি। ক্লাবের জন্য কিছু ফিরিয়ে দেওয়াই আমার লক্ষ্য। আমরা চাই স্টেডিয়াম পূর্ণ থাকুক, শহরে ফুটবল নিয়ে উচ্ছ্বাস ছড়িয়ে পড়ুক।’

মজার ছলে তিনি আরও বলেন, ‘চিন্তা কোরো না, ‘রেডিও মুলার’ এখানেও সম্প্রচার করছে।’

]]>



Source link