ফুটবল নিয়ে আসিফের মন্তব্যের জবাবে বিসিবিকে কড়া চিঠি বাফুফের


admin প্রকাশের সময় : নভেম্বর ১০, ২০২৫, ১:০১ অপরাহ্ন /
ফুটবল নিয়ে আসিফের মন্তব্যের জবাবে বিসিবিকে কড়া চিঠি বাফুফের



<![CDATA[

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কনফারেন্সে বক্তব্য দেওয়ার সময় দেশের ফুটবল নিয়ে অবমাননাকর মন্তব্য করেন বিসিবি পরিচালক আসিফ আকবর। আর তা নিয়েই দেশের ক্রীড়াঙ্গণে শুরু হয় ব্যাপক তোলপাড়। আসিফের এমন অপমানজনক মন্তব্যে স্বাভাবিকভাবেই ক্ষুব্ধ হয়েছে বাফুফে। এ বিষয়ে বিসিবি সভাপতি বরাবর কড়া চিঠি দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

বিসিবি পরিচালক ও সঙ্গীত শিল্পী আসিফ আকবরের অপমানজনক মন্তব্যে ক্ষোভে ফেটে পড়ে ফুটবল মহল। সোমবার (১০ নভেম্বর) বাফুফে সভাপতি তাবিথ আউয়াল বিসিবি সভাপতি বরাবর পাঠানো চিঠিতে আসিফের বক্তব্যকে ‘অত্যন্ত অবমাননাকর, অপমানজনক ও উদ্‌বেগজনক’ হিসেবে উল্লেখ করেছেন। 

 

চিঠিতে তাবিথ আউয়াল ক্রিকেট কনফারেন্সে ‘অভিজাত’ শব্দের ব্যবহারে বিস্ময় প্রকাশ করেন এবং ‘জুলাই ছাত্র-জনতা বিপ্লবের’ সাম্যের আদর্শ স্মরণ করিয়ে প্রশ্ন তোলেন, ‘আমরা কি সত্যিই জুলাইয়ের ছাত্র-জনতা বিপ্লবে ঘোষিত বৈষম্যহীন ও সমতাভিত্তিক বাংলাদেশের আদর্শে অটল আছি?’ একইসাথে তিনি জানতে চান, আসিফের ব্যবহৃত ‘মারামারি’ শব্দটি ‘কোনো ধরনের হুমকি’ কি না। 

 

আরও পড়ুন: ৪ মিনিটের মধ্যেই শেষ বাংলাদেশ-ভারত ম্যাচের টিকিট

 

রোববার (৯ নভেম্বর) বিসিবির আয়োজিত ক্রিকেট কনফারেন্সে আসিফ আকবর জেলা পর্যায়ে মাঠ সংকটের জন্য ফুটবলের ‘দখলদারিত্বকে’ দায়ী করেন। তিনি বলেন, ‘আমি সরাসরি বলতে চাই, ক্রিকেট আভিজাত্যের খেলা। এখানে অনেক নিয়মকানুন আছে। ফুটবলে থ্রো একজনের গায়ে লাগলে একজন মিথ্যা কথা বলে, আমার থ্রো। শুরুটাই খারাপ।’ 

 

No description available.
ফুটবল নিয়ে আসিফের অপমানজনক মন্তব্যের প্রেক্ষিতে বিসিবিকে বাফুফের কড়া চিঠি। 

 

আসিফ আরও বলেন, ‘আমরা তো মারামারি করতে যাবো না। তবে প্রয়োজন হলে করবো। কারণ হচ্ছে, আমাদের খেলতে হবে… ফুটবলের সঙ্গে আমাদের একটা হেস্তনেস্ত করতে হবে।’ 

 

চিঠিতে ফুটবলকে ‘গণমানুষের প্রাণের খেলা’ এবং ‘কোটি মানুষের আবেগ, ঐক্য ও গৌরবের প্রতীক’ বলে উল্লেখ করে তাবিথ আউয়াল লেখেন, ‘এই ফুটবল ও ফুটবল খেলোয়াড়রাই মুক্তিযুদ্ধ, নারীর অধিকার প্রতিষ্ঠা, দুর্যোগ মোকাবিলাসহ দেশের প্রতিটি গুরুত্বপূর্ণ বিপ্লবে অগ্রণী ভূমিকা পালন করেছেন।’ 

 

আরও পড়ুন: তুষারঝড়ের মাঝে চার ঘণ্টা দীর্ঘ ফাইনালে কপাল পুড়ল সমিতদের

 

তিনি আরও বলেন, এমন মন্তব্য ক্রীড়ার মৌলিক মূল্যবোধের পরিপন্থি এবং ফুটবল খেলোয়াড়দের প্রতি চরম অসম্মানজনক। 

 

চিঠির শেষে বাফুফে সভাপতি বিসিবি সভাপতির কাছে একটি ‘আনুষ্ঠানিক ও সর্বসম্মুখে ব্যাখ্যা’ প্রত্যাশা করেন এবং আশা প্রকাশ করেন যে, আমিনুল ইসলাম বুলবুল ‘এই বিষয়টি স্পষ্ট করে দেশের কোটি ক্রীড়ামোদি মনে সৃষ্ট আঘাত ও বিভ্রান্তি দূর করবেন।’

]]>



Source link