
<
আসিফ আরও বলেন, ‘আমরা তো মারামারি করতে যাবো না। তবে প্রয়োজন হলে করবো। কারণ হচ্ছে, আমাদের খেলতে হবে… ফুটবলের সঙ্গে আমাদের একটা হেস্তনেস্ত করতে হবে।’
চিঠিতে ফুটবলকে ‘গণমানুষের প্রাণের খেলা’ এবং ‘কোটি মানুষের আবেগ, ঐক্য ও গৌরবের প্রতীক’ বলে উল্লেখ করে তাবিথ আউয়াল লেখেন, ‘এই ফুটবল ও ফুটবল খেলোয়াড়রাই মুক্তিযুদ্ধ, নারীর অধিকার প্রতিষ্ঠা, দুর্যোগ মোকাবিলাসহ দেশের প্রতিটি গুরুত্বপূর্ণ বিপ্লবে অগ্রণী ভূমিকা পালন করেছেন।’
আরও পড়ুন: তুষারঝড়ের মাঝে চার ঘণ্টা দীর্ঘ ফাইনালে কপাল পুড়ল সমিতদের
তিনি আরও বলেন, এমন মন্তব্য ক্রীড়ার মৌলিক মূল্যবোধের পরিপন্থি এবং ফুটবল খেলোয়াড়দের প্রতি চরম অসম্মানজনক।
চিঠির শেষে বাফুফে সভাপতি বিসিবি সভাপতির কাছে একটি ‘আনুষ্ঠানিক ও সর্বসম্মুখে ব্যাখ্যা’ প্রত্যাশা করেন এবং আশা প্রকাশ করেন যে, আমিনুল ইসলাম বুলবুল ‘এই বিষয়টি স্পষ্ট করে দেশের কোটি ক্রীড়ামোদি মনে সৃষ্ট আঘাত ও বিভ্রান্তি দূর করবেন।’
]]>
Source link






















আপনার মতামত লিখুন :