আবারও মেসির জোড়া গোল, প্লে-অফে জায়গা করে নিল মায়ামি


admin প্রকাশের সময় : সেপ্টেম্বর ২৫, ২০২৫, ৫:০৭ পূর্বাহ্ন /
আবারও মেসির জোড়া গোল, প্লে-অফে জায়গা করে নিল মায়ামি



<![CDATA[

লিগে গেল দুই ম্যাচে ৩ গোল করা লিওনেল মেসি বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) নিউইয়র্ক সিটির বিপক্ষেও জোড়া গোলের দেখা পেয়েছেন। আর্জেন্টিনার অধিনায়কের জোড়া গোলে নিউইয়র্ক সিটির বিপক্ষে ৪-০ গোলের বড় জয় পেয়েছে ইন্টার মায়ামি। এ জয়ে এমএলএস কাপের প্লে–অফে উঠল মায়ামি।

গেল দুই ম্যাচে ডিসি ইউনাইটেড ও সিয়াটেলকে হারানো মায়ামি আজ হারিয়েছে নিউইয়র্ক সিটিকে। উড়ন্ত ফর্মে থাকা মেসি জোড়া গোল ছাড়াও জালের দেখা পেয়েছেন লুইস সুয়ারেজ এবং বালতাসার রদ্রিগেজ।

পুরো ম্যাচে আধিপত্য দেখানো মায়ামি প্রথম গোল আদায় করে ম্যাচের ৪৩তম মিনিটে। মাঝ মাঠ থেকে মেসির বাড়ানো বল পেয়ে তা জালে জড়ান বালতাসার রদ্রিগেজ। এর আগে বেশকিছু সহজ সুযোগ মিস করে স্বাগতিক নিউইয়র্ক সিটি। এক গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় মেসিরা।

আরও পড়ুন: কিংস কাপে দাপুটে জয়ে পরের রাউন্ডে আল নাসর 
 

May be an image of 4 people, people playing football, people playing soccer and text that says '보 ROYAL CARIBBEAN ICON OMA OF THE MATCH LIONELMESSI LIONEL MESSI 05.00 SAN 許 ICON น๊ ICON-EMATCH OF MATCΗ ICONTIE'
জোড়া গোল ও এক অ্যাসিস্ট করে আইকন অব দ্য প্লেয়ার হয়েছেন মেসি।

দ্বিতীয় হাফের শুরুতে কোনো দলই ভালো কোনো সুযোগ তৈরি করতে পারেনি। ম্যাচের দ্বিতীয় গোলটি আসে ৭৪তম মিনিটে মেসির পা থেকে। বুসকেটসের পাস থেকে গোল করেন আর্জেন্টিনার অধিনায়ক। ম্যাচের ৮২তম মিনিটে রদ্রিগো ডি পলকে ডি-বক্সে ফাউল করলে পেনাল্টি পায় মায়ামি। ৮৩তম মিনিটে স্পট কিক থেকে গোল করেন সুয়ারেজ।

তার তিন মিনিট (৮৬তম) পর নিউইয়র্কের কফিনে শেষ পেরেকটি ঢোকান মেসি। মাঝ মাঠের ডানপ্রান্ত থেকে বল একাই টেনে কোনাকুনি শটে গোল করেন তিনি। চলতি মৌসুমে লিগে এটি মেসির ২৪তম গোল।

এদিকে নিউইয়র্ককে হারিয়ে এক লাফে টেবিলের পাঁচে উঠে গেছে মায়ামি। ২৯ ম্যাচে ৫৫ পয়েন্ট তাদের। ৩১ ম্যাচে ৬০ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে ফিলেডেলফিয়া।    

]]>



Source link