এবার ইংলিশ ও গ্রিনের ব্যাটে জয় পেল অস্ট্রেলিয়া


admin প্রকাশের সময় : জুলাই ২৭, ২০২৫, ৪:২২ পূর্বাহ্ন /
এবার ইংলিশ ও গ্রিনের ব্যাটে জয় পেল অস্ট্রেলিয়া



<![CDATA[

চলমান ওয়েস্ট ইন্ডিজ ও অস্ট্রেলিয়ার মধ্যকার টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ম্যাচে শতক হাঁকিয়ে অজিদের জয় এনে দেন টিম ডেভিড। তৃতীয় ম্যাচ জয়ের পাশাপাশি সিরিজও নিশ্চিত করে অস্ট্রেলিয়া। তবে রোববার (২৭ জুলাই) চতুর্থ টি-টোয়েন্টিতে সেই ডেভিডকেই বিশ্রামে রাখল সফরকারীরা। তবুও জয় পেয়েছে অস্ট্রেলিয়া। চতুর্থ টি-টোয়েন্টি অস্ট্রেলিয়ার জয়ের নায়ক জশ ইংলিশ ও ক্যামেরুন গ্রিন।

রোববার ব্যাসেটেরে টস হেরে প্রথমে ব্যাটিং করে ৯ উইকেটে ২০৫ রানের সংগ্রহ পায় স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ। জবাবে ৪ বল ও ৩ উইকেট হাতে রেখেই জয় পেয়ে যায় অস্ট্রেলিয়া।

প্রথমে ব্যাট করে ওয়েস্ট ইন্ডিজের সকলেই রান পেয়েছে। তবে অর্ধশতক করতে পারেনি কেউ। স্বাগতিকদের সর্বোচ্চ রান এসেছে শেরফেন রাদারফোর্ডের ব্যাট থেকে। ১৫ বলে ৪ চার ও ২ ছক্কার মারে ৩১ রান করেন এই ব্যাটার। এছাড়াও, রোমারিও শেফার্ড ও রোভম্যান পাওয়েল করেন ২৮ রান।

আরও পড়ুন: অস্ট্রেলিয়ার হয়ে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড ডেভিডের, নিশ্চিত সিরিজ 
 

Cameron Green thumps one down the ground, West Indies vs Australia, 4th T20I, Basseterre, July 26, 2025
৫৫ রানে অপরাজিত থেকে অস্ট্রেলিয়াকে জিতিয়ে মাঠ ছাড়েন গ্রিন।

সিরিজ নিশ্চিত হওয়ার অস্ট্রেলিয়া এই দলে বেশকিছু পরিবর্তন এনেছে। বল হাতে সবচেয়ে সফল ছিলেন অ্যাডাম জাম্পা। ৪ ওভারে ৫৪ রান খরচায় ৩ উইকেট নিয়েছেন এই লেগি। ২টি করে উইকেট পেয়েছেন অ্যারন হার্ডি, জেভিয়ার বার্টলেট এবং শন অ্যাবট।

২০৬ রানের জবাব দিতে নেমে ইনিংসের দ্বিতীয় বলেই অধিনায়ক মিচেল মার্শকে হারায় অস্ট্রেলিয়া। তবে ইংলিশ ও গ্রিনের ব্যাটে জয় নিয়েই মাঠ ছাড়ে অজিরা। এছাড়াও, ম্যাক্সওয়েলও ঝড় তুলেছেন। ইংলিশ ৩০ বলে ৫১ রান করে আউট হন। আর ওপেনিংয়ে নামা ম্যাক্সওয়েল ১৭ বলে খেলেন ৪৭ রানের ইনিংস।

এই দুই ব্যাটার আউট হওয়ার পর কিছুটা চাপে পড়েছিল অস্ট্রেলিয়া। তবে ক্যামেরুন গ্রিন ও অ্যারন হার্ডির ব্যাটে জয় নিয়ে মাঠ ছাড়ে অস্ট্রেলিয়া। হার্ডি ১৬ বলে ২৩ রানে আউট হলেও, গ্রিন ৩৫ বলে ৫৫ রানে অপরাজিত ছিলেন। ওয়েস্ট ইন্ডিজের হয়ে ৩ উইকেট পেয়েছেন জেদিয়া ব্লেডস। পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজটি ৪-০ ব্যবধানে এগিয়ে অস্ট্রেলিয়া। সিরিজের শেষ ম্যাচ ২৯ জুলাই।   

]]>



Source link